বান্দরবানে লকডাউন কার্যকরে মাঠে কাজ করছে পুলিশ প্রশাসন

 কোভিড-১৯ এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের লকডাউনের ১ম দিনে বান্দরবানের পরিস্থিতি স্বাভাবিক। লকডাউন কার্যকরে মাঠে আছে পুলিশ প্রশাসন।

২৮শে জুন সকাল থেকেই লকডাউন কার্যকরে শহরের প্রবেশ মুখে ব্যবস্থা করা হয়েছে বিশেষ চেক পোস্টের এবং জেলার পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাতেও পুলিশের মোবাইল টিম কাজ করছে বলে জানানো হয় বান্দরবান সদর থানা সূত্রে।

এছাড়া লকডাউনে প্রয়োজনে শহরের বাইরে যেতে হলে গ্রহণ করতে হবে পাস। প্রশাসনের পক্ষ হতে সাধারণ নাগরিকদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য বলা হয়। বাহিরে বের হলে মাক্স ব্যবহারের প্রতি যত্নশীল হতে বোঝানো হচ্ছে।

লকডাউনে বান্দরবান বাজার সহ শহরের প্রায় দোকান পাঠ অন্যান্য দিনের মত খোলা ছিলো। জনসাধারণের উপস্থিতি ছিলো স্বাভাবিক। দুরপাল্লার কোন
যাত্রীবাহী বাস শহরের বাসস্টেশন থেকে ছেড়ে যায়নি। ব্যাক্তিগত ব্যবহৃত যানবাহনের চলাচলের ক্ষেত্রে সঠিক তথ্য প্রমাণ প্রদানের পর চলাচলের অনুমতি দিচ্ছে দায়িত্বরত পুলিশ টিমের সদস্যরা।

এছাড়া জেলা সদরের গুরুত্বপূর্ণ সরকারি অফিস, আদালত, ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাজকর্ম ছিলো স্বাভাবিক।

শহরের বিভিন্ন ব্যবসায়িক কেন্দ্র, বাজার, হাসপাতাল এ আসা যাওয়া করা জনসাধারণের সাথে কথা বল্লে তারা জানায়, ঘনঘন লকডাউনের কারণে ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা ভালো যাচ্ছে না। পর্যটন স্পট গুলো বন্ধ থাকার কারণে বান্দরবান এখন পর্যটক শূন্য। তবে অনেকেই মনে করেন পর্যটক আনাগোনা নিয়ন্ত্রন এর ফলে কোভিড ঝুঁকি কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img