ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ নিউজিল্যান্ডের

কেন উইলিয়ামসন-রস টেইলর লিখলেন বিজয় গাঁথা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ইতিহাস গড়ার দিনে ৮ উইকেটে জয় নিয়ে মাঠ ছেড়েছে কিউইরা।

বুধবার (২৩ জুন) সাউদহ্যাম্পটনে ভারতের দেয়া ১৩৯ রানের লক্ষ্য দুই উইকেট হারিয়ে টপকে যায় ব্ল্যাকক্যাপসরা।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচটির প্রথম দিনে টসও হয়নি। রিজার্ভডে হাতে রেখে দ্বিতীয় দিন শুরু হয়েছিল ফাইনাল। টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই দলনেতা কেন উইলিয়ামসন।

নিজেদের প্রথম ইনিংসে ২১৭ রান করতে সক্ষম হয়েছিল ভারতীয়রা। জবাবে ২৪৯ রান তুলে অল আউট হয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ১৭০ রানে গুটিয়ে যায় বিরাট কোহলি নেতৃত্বাধীন দলটি।

শেষ দিনে জোড়া উইকেট তুলে লড়াইয়ের আভাস দেন রবিচন্দ্রণ অশ্বিন। ৪১ বলে ৯ রান করে ফেরেন ওপেনার টম ল্যাথাম। অন্যদিকে ৪৭ বলে ১৯ রান করেন ডেভন কনওয়ে।

১৭৬ বলে অপরাজিত ৯৬ রানের জুটি গড়েন উইলিয়ামসন-টেইলর। ৮৯ বলে ৫২ রান করেন অধিনায়ক। অন্যদিকে ১০০ বলে ৪৭ রান তুলেন অভিজ্ঞ টেইলর।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img