বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি বাজার পরিচালনা কমিটির উদ্যোগে নাইক্ষ্যংছড়ি বাজার এলাকায় সিসি ক্যামেরার আওতাধীন আনা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি ও ওসি মুহাম্মদ আলমগীর হোসেন এসব সিসি ক্যামেরার উদ্বোধন করেন।
বাজারে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ প্রতিরোধকল্পে এই সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান অতিথিরা।
নাইক্ষ্যংছড়ি বাজারকে নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায় আনার জন্য বাজার পরিচালনা কমিটির উদ্যোগে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রাথামিকভাবে ৮টি সিসি ক্যামেরাসহ বসানো হয়।
এইসময় উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ ইয়াহিয়া মামুন, সাধারণ সম্পাদক ডাঃফরিদুল আলম, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদের মেম্বার মো: আরেফ উল্লাহ ছুট্টু, উপজেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ আজিজুল হক, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ইসলাম মেম্বার, মোঃ আবুল কাসেম সাওদাগর, আব্দুল গফুর সাওদাগর ও মঞ্জুর আলম সাওদাগর প্রমূখ।