অবশেষে জেলে যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু

চট্টগ্রামের চকবাজারের কথিত যুবলীগ নেতা কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ নূর মোস্তফা টিনুকে আবারও জেলে পাঠিয়েছেন আদালত।

রবিবার (২০ জুন) আত্মসমর্পণ করতে গেলে তাঁকে জেলে পাঠানোর আদেশ দেন চতুর্থ চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত।

২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামে শুদ্ধি অভিযানে র‍্যাবের হাতে অস্ত্রসহ আটক হন টিনু। চকবাজার কাপাসগোলা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ তাঁকে আটক করে র‍্যাব-৭। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী টিনুর বাসায় তল্লাশি চালিয়ে একটি শটগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‍্যাব বাদি হয়ে নূর মোস্তফা টিনু ও তাঁর সহযোগী জসিম উদ্দিনের নাম উল্লেখ করে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে।

মামলা নিম্ন আদালতে জামিন নেন টিনু। টিনুর জামিন বাতিল চেয়ে হাইকোর্টের পিটিশন দায়ের করে রাষ্ট্রপক্ষ। ২৩ মে নুর মোস্তফা টিনুর জামিন বাতিল করে তাঁকে ১৪ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন হাইকোর্ট।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img