চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রস্তুতি কমিটির সংবাদ সম্মেলন

বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ আগামী ১৯ জুন শনিবার চট্টগ্রাম মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করতে নেতা কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটি ‘২১।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর ১২ টার সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন কমিটি নেতৃবৃন্দরা। এসময় সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহবায়ক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ. এইচ. এম জিয়াউদ্দিন।

এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতে ১৯৯৪ সালের ২৭ জুলাই সেবা, শান্তি ও প্রগতি মূল নীতিকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়। কেন্দ্রীয় কার্য নুির্বাহী পরিষদ কর্তৃক ২০০০ সালে সর্ব প্রথম চট্টগ্রাম মহানগর বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদনের পর থেকে সকল গণতান্ত্রিক আন্দোলন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মসূচী পালনে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলো।তারই ধারাবাহিকতায় দীর্ঘ গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে আগামী ১৯ জুন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন যা বাংলাদেশের ইতিহাসে প্রথম ভারর্চুয়াল বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সম্মেলন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগের সম্মেলন করোনা ভাইরাস প্রার্দূভাবের কারণে দু’বার পিছানো হয়েছে। করোনার কারণে সৃষ্ঠ রাজনৈতিক ও সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে ভার্চুয়াল এ সম্মেলন অনুষ্ঠিত হবে। করোনাকালে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ সারাদেশের মতো চট্টগ্রাম মহানগরেও বিপদগ্রস্থ মানুষের পাশে ত্রাণ ও চিকিৎসা উপকরণ সহ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন।করোনার মধ্যে জীবন যেমন থেমে থাকেনা, তেমনি রাজনৈতিক দলেও সাংগঠনিক গতিশীলতার জন্য কর্মসূচী পালন অব্যাহত রয়েছে। চট্টগ্রাম মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করতে ইতোমধ্যে ৫০১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করছে।সম্মেলনকে সুন্দর ও সার্থক করার লক্ষ্যে ১৪টি উপ-পরিষদ নেতৃবৃন্দ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সম্মেলনে ২৫০ জন কাউন্সিলর ও ২৫০ জন ডেলিগেট করা হয়েছে। সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন ভার্চুয়ালী উদ্বোধন করবেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফারুক আজম খান, সহসভাপতি জমির সিকদার, যগ্ম সম্পাদক এ কে এম আজীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশিষ কুমার সিংহ, উপ-পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু, উপ- প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক উম্মে সালমা মুন মুন, সাবেক সদস্য সাইফুল্লাহ আনছারী, মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এড. এ এইচ এম জিয়া উদ্দিন, যুগ্ম আহবায়ক কে বি এম শাহাজান ও সদস্য সচিব সালাউদ্দিন আহামদ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img