বাকলিয়ায় কবরস্থান নিয়ে সংঘর্ষের মামলায় অস্ত্র উদ্ধার: গ্রেফতার ১

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার আব্দুল লতিফ হাট এলাকায় কবরস্থানে সাইনবোর্ড লাগানো নিয়ে সংঘর্ষের ঘটনায় মো: জাহিদুল আলমকে (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকলিয়া থানা এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বাঁশখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো: জাহিদুল আলম বাকলিয়া থানার মকবুল হাওলাদারের বাড়ির সাদেক শাহ মাজার এলাকার মৃত ইসহাকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো: জাহিদুল আলমকে বাশঁখালী থেকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সংঘর্ষের সময় ব্যবহারক‌ত ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি বাকলিয়া থানা এলাকা থেকে উদ্ধার করা হয।

তিনি আরো বলেন, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১২ জুন (শুক্রবার) সকালে আব্দুল লতিফ হাটখোলার বড় মৌলভী মসজিদের কবরস্থানে সাইনবোর্ড লাগানো নিয়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় ৪ জন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হন। সংঘর্ষের সময় কয়েকজন যুবক পিস্তল উঁচিয়ে গুলি করেন। পরে এ ঘটনায় ২১ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img