রাঙামাটির জুরাছড়ি উপজেলায় পাত্থর মনি চাকমা (৬০) নামের এক কার্বারী বা গ্রামপ্রধানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সদর ইউনিয়নের লুলাংছড়ি এলাকায় গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে তাঁর বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।
জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম এ খবর নিশ্চিত করেছেন।
ওসি জানিয়েছেন, ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে। তবে কার্বারী বা গ্রামপ্রধান পাত্থর মনি চাকমার মৃত্যু হয়েছে, এটা নিশ্চিত।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, গতকাল রোববার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বসে কথা বলছিলেন পাত্থর মনি চাকমা। এ সময় সশস্ত্র দুর্বৃত্তরা তাঁর বাসা ঘেরাও করে ভেতরে ঢুকে পড়ে। এরপর তাঁকে গুলি করে হত্যার পর পালিয়ে যায়। তাঁর শরীরে একাধিক গুলির ক্ষতচিহ্ন দেখা গেছে বলেও জানান ওসি। তবে এ হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এদিকে, এ ঘটনা নিয়ে পাহাড়ের চার আঞ্চলিক দলের কেউ এখন পর্যন্ত মুখে খোলেনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তিকে নিজেদের কর্মী বা সমর্থক দাবি করে কোনো বিবৃতিও আসেনি।