বিশ্বকাপ বাছাইয়ের ছন্দটা কোপা আমেরিকাতেও অব্যাহত রাখলো ব্রাজিল। আক্রমণাত্মক ফুটবলে পেলো অনায়াস জয়। আসরের প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযানে শুভসূচনা করল তিতের দল।
কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ৩-০ গোলে জিতেছে ব্রাজিল। ‘এ’ গ্রুপের ম্যাচে শুরুতে মার্কিনিয়োস দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। শেষ দিকে বদলি নেমে জালের দেখা পান গাব্রিয়েল বারবোসা।
করোনাভাইরাসের কারণে খেলা পণ্ড হতে পারে এমন সব সংশয় পেছনে ফেলে সোমবার বাংলাদেশ সময় ভোর তিনটায় মাঠে গড়ায় দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। ব্রাজিলে মহামারির নাজুক পরিস্থিতিতে এই টুর্নামেন্ট আয়োজনের বিপক্ষে ছিলেন নেইমার-কাসেমিরোরা। তবে মাঠের লড়াই শুরুর পর তারা লড়াই করেছেন নিজেদের সর্বোচ্চটা দিয়েই।
যে করোনাভাইরাসের শঙ্কায় কোপা আমেরিকার আয়োজনের বিরোধিতা করছে একটি অংশ তা কিন্তু থেমে নেই। কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৮ খেলোয়াড়সহ ভেনেজুয়েলার ১৩ জন। প্রথম পছন্দের সাত জনকে ছাড়াই তাই খেলতে হয়েছে তাদের। ফলে ব্রাজিলকে তেমন চ্যালেঞ্জ জানাতে পারেনি দলটি।