কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়াতে পৃথক অভিযানে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-১৫)। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল ১২ জুন, শনিবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. আল মামুন প্রকাশ ফাহিম (১৯), মো. পারভেজ প্রকাশ মোশারফ (১৯), মো. রিদওয়ান (৪০), মো. হেলাল উদ্দিন (২৫), জাফর আলম (২১) ও মো. তাইজুল ইসলাম (৩২)।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আব্দুল্লাহ মো. শেখ সাদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
টেকনাফের হোয়াইক্যাং এলাকার নয়াপাড়া থেকে গ্রেপ্তারকৃত ২ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যাং এলাকার নয়াপাড়া থেকে মো. আল মামুন ও মো. পারভেজ নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ হাজার ৭৫০ পিস উয়াবা উদ্ধার করা হয়।
এর আগে ১১ জুন রাতে উখিয়ার উত্তর সোনাপাড়ার কফিল উদ্দিনের ঘর থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ হাজর পিস ইয়াবা, নগদ ১ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয় এবং মাদক পাচারের কাজে ব্যবহৃত ১টি সিএনজি ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়। এসময় কফিল উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
পরে গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয় বলেও জানানো হয়।
এন-কে