সাংবাদিকতার নোবেলখ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও দ্য মিনিয়াপোলিস স্টার ট্রিবিউন। যুক্তরাষ্ট্রে পুলিশের বর্ণবৈষম্য নিয়ে সাংবাদিকতার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ জুন) রাতে পুলিৎজার কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। খবর রয়টার্সের।
গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রথম সংবাদ প্রকাশ করায় দ্য মিনিয়াপোলিস স্টার ট্রিবিউনকে ‘ব্রেকিং নিউজ’ ক্যাটাগরিতে পুলিৎজার পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর ব্যাখ্যামূলক প্রতিবেদনের জন্য রয়টার্স ও দ্য আটলান্টিককে পুরস্কৃত করা হয়েছে।
এছাড়াও করোনা মহামারি নিয়ে ক্রমাগত দূরদর্শী রিপোর্টিংয়ের জন্য ‘জনসেবা’ ক্যাটাগরিতে সম্মানিত করা হয়েছে নিউইয়র্ক টাইমসকে। অন্যদিকে চীনের উইঘুর ইস্যুতে অনুসন্ধানী খবর প্রকাশ করে আন্তর্জাতিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাজফিড।
হাঙ্গেরীয়-মার্কিন সাংবাদিক জোসেফ পুলিৎজার এ পুরস্কারের প্রচলন করেছিলেন। ১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে। বর্তমানে ২১টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।