আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশে সিরিজ খেলতে আসার কথা অস্ট্রেলিয়ার। সফরকে ঘিরে এরইমধ্যে প্রাথমিক দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারসহ দেশটির শীর্ষ ৭ ক্রিকেটার সফরটি করতে অনিচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে।
আগস্টে টাইগারদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিবে টিম অস্ট্রেলিয়া। দেশটির গণমাধ্যম মর্নিং হেরাল্ড বলছে, স্মিথ, ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স ঝাই রিচার্ডসন ও কেন রিচার্ডসন এ সফরে আসছেন না।
এই সাতজনই স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, জৈব সুরক্ষা বলয় তথা বায়ো-বাবলে দীর্ঘ দিন থাকা এবং কঠিন কোয়ারেন্টিন মানার পর খেলোয়াড়রা বেশ ক্লান্ত। এখনও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তারা।
শুধু বাংলাদেশ নয়, জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অংশ নিচ্ছেন না উল্লেখিত খেলোয়াড়রা। ক্যারিবিয়ানদের মাটিতে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচ। খেলার কথা রয়েছে অজিদের। তার পর আগামী ২৮ জুলাই ঢাকায় পা রাখার কথা দলটির।