টানা দ্বিতীয় ম্যাচে জয়বঞ্চিত আর্জেন্টিনা

আবারও সমর্থকদের আশা ভঙ্গ করলো আর্জেন্টিনা। শুরুতে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে যোগ করা সময়ে গোল খেয়ে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে মেসি বাহিনীর। ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

বুধবার (৯ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টায় কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটানো স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে ক্রিস্টিয়ান রোমেরো ও লিয়ান্দ্রো পারাদেসের কল্যাণে মাত্র ৮ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে মুরিয়েল ফ্রুটো পেনাল্টি থেকে ১টি গোল শোধ করেন এবং শেষ মুহূর্তে মিগুয়েল বোর্জার হেডে গোল হলে পয়েন্ট খোয়ায় আর্জেন্টিনা।

এর আগে নিজেদের পঞ্চম ম্যাচে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় আর্জেন্টাইন সমর্থকদের। এ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ দুই ম্যাচেই ড্র করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

টানা দুই ড্রয়ের পরে বর্তমানে পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার অবস্থান ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img