অপরাত ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বুড়িমারীতে ধর্মীয় অনুভূতি আঘাত হানার গুজবে রংপুরের জুয়েল নামের একজনকে গণপিটুনিতে হত্যা ও মরদেহ আগুনে পুড়ে ফেলার ঘটনায় মো. গোলাম মুর্তজা অনিক (২৯) নামের আরও একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট ৫০ জনকে গ্রেফতার করলো ডিবি পুলিশ।
লালমনিরহাট ডিবি পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর সন্ধ্যায় জেলার পাটগ্রম উপজেলার বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজীদে রংপুরের সহিদুন্নবী জুয়েল নামের একজনকে ধর্মীয় অনুভূতি আঘাত হানার
গুজবে গণপিটুনিতে হত্যা ও মরদেহ পুড়ে ফেলে দুর্বৃত্তরা।
এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয় পাটগ্রাম থানায়। পরে তিনটি মামলা হস্তান্তর করা হয় জেলা ডিবিতে। এসব মামলায় ইতিপূর্বে দফায় দফায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৪৯ জনকে।
ডিবি পুলিশের একটি দল অনিককে তার গ্রামের বাড়ি পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে রোববার (১৮ এপ্রিল) সকালে গ্রামের অভিযান চালিয়ে গ্রেফতার করে। অনিক ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। জুয়েল হত্যা মামলায় অনিকসহ মোট গ্রেফতারকৃত আসামীর সংখ্যা ৫০ জন।
এদিন তাকে জেলা জজ আদালতে হাজির করা হলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন না মন্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এন-কে