ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ অর্থসহ এক ‘মাদক কারবারি’কে আটক করার কথা জানিয়েছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ চাকমারকুল এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার, ৪৬০ টি ইয়াবা, মাদক বিক্রির নগদ ৫ লাখ ৬৬ হাজার ৬ শ টাকা ও একটি মোবাইল উদ্ধার করে বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশ।
আটক ‘মাদক ব্যবসায়ী’ জসীম উদ্দিন (৩৮) কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ চাকমারকুল ১নং ওয়ার্ডের আলী হোসেন সিকদার পাড়া গ্রামের মৃত কবির আহমদের পুত্র।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযাত্রী দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন এর বসতবাড়ি থেকে ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ ও একটি মোবাইল উদ্ধার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, মারামারি মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে রামু থানায় মামলা হয়েছে।