চট্টগ্রামের ফটিকছড়িতে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ছমুরহাট এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা হলেন ভানুমিত দাশ (৫২) ও লাকি রানী দাশ (৩৫)। আহতরা হলেন মালতী দাশ (৫০) ও শোভা রানী দাশ (৪৮)। চারজনেরই বাড়ি কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ছমুরহাট বাজার কমিটির সভাপতি মাওলানা আনিছুর রহমান।
তিনি বলেন, চার মহিলা শ্রমিক ছমুরহাট বাজারের পাশে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে দুইজন নিহত ও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।