ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলায় জন্ম নেওয়া এক নবজাতকের করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। যদিও তার জন্মদাত্রী মায়ের কোভিড নেগেটিভ এসেছে। মা করোনা নেগেটিভ হওয়ার পরও নবজাতকের পজিটিভ হওয়ায় বিস্মিত চিকিৎসকরা। খবর টাইমস অব ইন্ডিয়ার
এর আগেও মুম্বাইয়ে অনেক মা ও নবজাতকের করোনা পজিটিভ হওয়ার দৃষ্টান্ত আছে। কিন্তু এই প্রথম শিশুর করোনা হলেও মা সংক্রমিত হননি।
সোমবার (৩১ মে) রাতে সন্তান জন্ম দেন পালঘর দার্শেদ গ্রামের বাসিন্দা ওই নারী।
এদিকে মহারাষ্ট্রের আহমেদ জেলায় শিশুদের সংক্রমণের সংখ্যা প্রশাসনকে চিন্তায় ফেলে দিয়েছে। এই জেলায় মে-তে ৯ হাজার ৯০০ শিশুর করোনা শনাক্ত হয়েছে। শুধু মে মাসে এই জেলায় ৮৬ হাজার সংক্রমণের খবর পাওয়া গেছে। তবে মৃত্যুর হার কম।
মহারাষ্ট্র সরকার করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় বিভিন্ন সরকারি হাসপাতালে শিশুদের জন্য বিশেষ বোর্ড গঠনের ব্যবস্থা করতে শুরু করেছে।
এই রাজ্যের সাংগলি শহরে ইতোমধ্যে পাঁচটি শিশুর সংক্রমণের খবর পাওয়া গেছে।