ভারতে ফের একদিনে মৃত্যু ৩ হাজার ছাড়ালো

প্রাণঘাতী ভাইরাস করোনায় বিপর্যস্ত ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে দৈনিক তিন হাজারের ওপরে মৃত্যুর পর তিন দিন ধরে সেই সংখ্যাটা কমে গিয়েছিল। আজ সেই সংখ্যাটা আবার তিন হাজার পেরিয়ে গেলো।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে তিন হাজার ৩৩৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও তিন হাজার ৩৩৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১ লাখ ১৯ হাজার ৪৮৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৮৯ হাজার ১৭৫ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ৮৩৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৪৪ হাজার ১০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৮৭ হাজার ১৩০ জন।

এর আগে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ১ লাখ ৩৪ হাজার জনের করোনা শনাক্ত হয়েছিল। একই সময়ে মারা যান ২ হাজার ৮৮৭ জন। গতকাল মৃত্যুর সংখ্যাটা কমে হয়েছিল ২ হাজার ৭১৩ জনে। এরপর একদিনে মৃত্যুর সংখ্যা আবার তিন হাজার পেরোলো।

ভারতে এখন করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। দেশটিতে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। বিভিন্ন রাজ্যে প্রায় প্রতিদিনই অক্সিজেন সংকটে রোগীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

দেশটির সবচেয়ে বেশি সংক্রমণ রাজ্য এখন পর্যন্ত মহারাষ্ট্রে। এ ছাড়া দিল্লি, উত্তর প্রদেশ, কর্ণাটক, বিহার, কেরালা, অসম, পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img