হঠাৎ আকাশ মেঘলা, ঠান্ডা বাতাস, রাস্তাঘাটে মানুষের তড়িঘড়ি। যে যার গন্তব্যে যাওয়ার তাড়ায় খুঁজতে থাকে যানবাহন। এর মধ্যেই ঝমঝমিয়ে নামতে শুরু করে বৃষ্টি। কিছুক্ষণ থেকে আবারও থেমে যায়। এমনই এক সকাল আজ রাজধানীর রাস্তাঘাটে। কিছুক্ষণের এই বৃষ্টিতে পুরো রাজধানীবাসী যেন এক শীতল অনুভূতি পায়।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে তাপপ্রবাহ কমতে পারে।
ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চল এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।