নেটফ্লিক্সে তাপসীর ‘হাসিন দিলরুবা’, মুক্তি ২ জুলাই

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আসার আগে বেশ কয়েকটি প্রকল্পে কাজ করেছেন ভিন্ন ধারার গল্পনির্ভর সিনেমায় কাজ করে আলোচনায় আসা বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এবার তাঁর পরবর্তী সিনেমা মুক্তি পাচ্ছে ডিজিটাল মাধ্যমে।

বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, তাপসী পান্নু ও বিক্রান্ত ম্যাসে অভিনীত ‘হাসিন দিলরুবা’ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে আগামী ২ জুলাই।

আজ বৃহস্পতিবার সকালে সামাজিক পাতায় একটি নতুন টিজার-ভিডিও শেয়ার করে মুক্তির তারিখ জানিয়েছেন তাপসী পান্নু।বিনিল ম্যাথিউ পরিচালিত এ সিনেমার শুট শেষ হয়েছে গত বছরের অক্টোবরে। শুটিং শেষ করে সামাজিক মাধ্যমে নিজের চরিত্র রানি কাশ্যপের ঝলক শেয়ার করেছিলেন তাপসী।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার কণিকা ধীলন। খুনের রহস্য নিয়ে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন হর্ষবর্ধন রানে।

২০২০ সালের সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তির কথা ছিল, কিন্তু করোনা মহামারির কারণে পিছিয়ে যায়। এবার নির্মাতারা প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি না দিয়ে ডিজিটাল মাধ্যমে মুক্তির সিদ্ধান্ত নিলেন।

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img