হাটহাজারীতে গোলাম আজম (২৮) নামে এক মুদি দোকানির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ২ জুন, বুধবার সকাল ৬টার দিকে উপজেলার ফরহাদাবাদ গ্রামের আজম স্টোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গোলাম আজম উপজেলার পূর্ব মন্দাকিনী থাসান গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিদিনের মত তার দোকান বন্ধ করে ঘুমাতে যান। এর আগে পাশের দোকানদার মোঃ সেকান্দারকে বলে তাকে সকালে ডেকে দিতে। কিন্তু সকাল ৬টায় তাকে ডাকাডাকি করলেও আজমের কোনো সাড়া পাওয়া যায় না। এসময় ভিকটিমের বড় ভাই মোঃ সরোয়ারকে জানালে তিনি দোকানে এসে তার চাচাতো ভাই মোঃ রিমনকে দিয়ে দোকানের উপরে টিন কেটে ভিতরে প্রবেশ করেন। তারা ভেতরে আজমের গলা কাটা লাশ দেখতে পান এবং দরজা ভেতর থেকে তালাবদ্ধ দেখা যায়। এদিকে দোকানের মালামাল ও নগদ ২০ হাজার টাকাও অক্ষত অবস্থায় দেখা যায়।
হাটাহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম দিনেরখবরকে জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার, হাটহাজারী সার্কেল, সহ একাধিক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিস্তারিত তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি।
এন-কে