ঢাকা প্রিমিয়ার লিগে আসরের প্রথম ম্যাচেই জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শাইনপুকুরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে ৩ উইকেটে।
সাভারের বিকেএসপিতে দিনের ষষ্ঠ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে ইনিংসের সপ্তম ওভারে ওপেনার সাব্বির হোসেনের (১০) উইকেট হারায় শাইনপুকুর।
এরপর ওপেনার তানজিদ হোসেন ৩০ রান করে সাজঘরে ফেরেন ইয়াসির আরাফাতের বলে বোল্ড হয়ে। তিন নম্বরে ব্যাট করতে নামা রবিউল ইসলামকে ২৫ রানে ফেরান সাকিব।
টপ-অর্ডারের বিদায়ের পর অধিনায়ক তৌহিদ হৃদয়ও ফেরেন ১ রান করে ইয়াসিরের বলে বোল্ড হয়ে। ২০ রান করা মাহিদুল অঙ্কনকে ফেরান আবু জায়েদ। মৃত্যুঞ্জয়কে খালি হাতে বিদায় করেন সাকিব। এরপর সাজ্জাদুল ইসলামের ১২ আর সুমন খানের ২৩ রানে ভর করে ৬ উইকেটে ১২৫ রান করে শাইনপুকুর।
মোহামেডানের পক্ষে সাকিব নেন ৪ ওভারে ২৯ রানে ২ উইকেট, ইয়াসির নেন ২৪ রানে ২ উইকেট। এছাড়া রাহি ও আসিফ হাসান নেন ১টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে মোহামেডানের ওপেনার অভিষেক মিত্র ১ রানে ফিরলেও পারভেজ হোসেনের ৩৩ বলে ৩৯ রানের সঙ্গে শামসুর রহমানের ২৪ (২৯) রান দলকে শক্ত ভিত গড়ে দেয়।
এরপর সাকিবের ২৯ (২২), নাদিফ চৌধুরীর ১৯ বলে ১৯ রান আর শেষ দিকে বাকিদের ছোট ছোট অবদানে ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় মোহামেডান।