জবানবন্দি দিলেন বাবুনগরীর প্রেস সচিব ফারুকী

হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত আমির জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (৩০ মে) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার আদালতে জবানবন্দি দেন বাবুনগরীর প্রেস সচিব।

চট্টগ্রাম জেলার সদর কোর্ট পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চট্টগ্রামের হাটহাজারী থানায় সহিংসতার ঘটনার মামলায় গত শুক্রবার দিবাগত রাতে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যা ব। গত ২৬ মে দুই মামলায় ফারুকীকে ৯ দিনের রিমান্ডে পাঠান আদালত।

পুলিশ সূত্রে জানা গেছে, ফারুকী হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যার অভিযোগে করা মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা আরেকটি মামলা রয়েছে।

সহিংসতার ঘটনায় বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় সাড়ে চার হাজার জনকে আসামি করে ১০টি মামলা করে পুলিশ। এসব মামলায় এ পর্যন্ত ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img