একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনের বাসভবনে গিয়ে তাঁর স্ত্রী উমা সেনগুপ্তার পরলোকগমনে শোকসন্তপ্ত পরিবারে সদস্যদের গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় সমাজবিজ্ঞানী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. অনুপম সেনের সঙ্গে শিক্ষা উপমন্ত্রীর সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রয়াত উমা সেনগুপ্তের কন্যা ইন্দ্রাণী সেন।
গত ১২ মে দিবাগত রাত ১টা ১ মিনিটে ড. অনুপম সেনের সহধর্মিণী উমা সেনগুপ্তা শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রয়াত উমা সেনগুপ্তার বাবা প্রসিদ্ধ বিপ্লবী শ্রী সুবোধ বল বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা হিসেবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ও জালালাবাদ যুদ্ধে অংশ নেন। তাঁর দুই ভ্রাতা টেগরা বল ও প্রভাস বল জালালাবাদ যুদ্ধে শহীদ হন। তাঁর বড় ভাই লোকনাথ বল এ যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন।