আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে মিরাজ দুইয়ে, মোস্তাফিজ নয়ে

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে মিরাজ এখন দুই নম্বরে। সতীর্থ মোস্তাফিজও পেয়েছেন পুরস্কার। তার অবস্থান নয়ে।

তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মিরাজ। মোস্তাফিজ আট ধাপ এগিয়ে নয়ে এসেছেন। ২০১৮ সালে বাঁহাতি এ পেসার পঞ্চম স্থানে ছিলেন।

বুধবার দুপুরে আইসিসির হালনাগাদ করা র‍্যাংকিংয়ে মিরাজ-মোস্তাফিজদের উন্নতি দেখা যায়। দ্বিতীয় স্থানে থাকা মিরাজের রেটিং পয়েন্ট ৭২৫ ও নবম স্থানে থাকা মোস্তাফিজের রেটিং ৬৫২।

তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে মিরাজ শীর্ষ দুইয়ে জায়গা করে নিলেন। ২০০৯ সালে সাকিব আইসিসি বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে ছিলেন। পরের বছর আব্দুর রাজ্জাক দ্বিতীয় স্থানে উঠেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img