সীতাকুণ্ড কামিল (এম.এ) মাদরাসায় বিশুদ্ধপানি, ছেলে-মেয়ের পৃথক ওয়াশরুম, হোস্টেলের খাবারের গুণগত মান বৃদ্ধি, পাঠাগার সংস্কার, সাদ্রাসার সামনে ভ্রাম্যমাণা দোকান অপসারণ, মাদ্রাসার মার্কেট ও সিকিউরসিটির দোকান বরাদ্দগত দুর্নীতি বন্ধ করা, কোচিং বাণিজ্য বন্ধকরণ, মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীদের বেতন ও যাবতীয় পরীক্ষার ফী শিক্ষার্থীদের অনুকূলে রাখাসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯ টায় মাদ্রাসা কম্পাউন্ডের ভিতর দাবি বাস্তবায়নের জন্য বিক্ষোভ করে ।
সীতাকু- কামিল এম.এ মাদ্রাসার অধ্যক্ষ মাও: মুহাম্মদ ওসমান গণি জানান, মাদ্রাসা শিক্ষার্থীদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। সম্প্রতি আমি এই মাদ্রাসার দায়িত্বভার গ্রহণ করি। ২০১৬ সাল থেকে শিক্ষার্থীরা এসব সমস্যার সম্মুখিন হয়ে আসছে। আমি তাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছি।
সিকিউর সিটি প্রপার্টি লি: এর সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার মোঃ আবুল হোসেন দোকান বরাদ্দগত দুর্নীতি বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন দোকান বরাদ্দের সঙ্গে মাদ্রাসার কোন সম্পর্ক নেই। এটি দীর্ঘদিন আগের মিমাংসিত একটি বিষয়। শিক্ষার্থীদের ভুল বোঝানো হচ্ছে। উল্টো যোগ করে বলেন মাদ্রাসার সাথে পদœা ল্যাবের যে জেনারেটরটি বিকট শব্দ করে ছাত্র-ছাত্রীদের পাঠদানে বিঘœ ঘটায় সে বিষয়টি আমি জানি কিন্তু এটি গোপন করা হয়েছে ১০ দাবি থেকে।
এমজে/