সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর সেন্ট্রাল এলামনাই এসোসিয়েশন এর বিশেষ জরুরি সভা গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এজেডএম ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যকরী সদস্য সহ সবাই সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর সাম্প্রতিক ঘটনা এবং সাময়িক অব্যাহতিপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হকের অপেশাদার ও ব্যঙ্গ আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন মো. শহীদুল ইসলাম, মো. ওসমান, মো. জয়নাল আবেদীন, প্রকৌশলী দিলদার হোসেন, আব্দুল কাদের সিদ্দিকী, আতাউর রহমান খান, এডভোকেট রাশেদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
তারা বলেন, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর সেন্ট্রাল অ্যালামনাই এসোসিয়েশন সাময়িক অব্যাহতিপ্রাপ্ত উপাচার্য প্রকৌশলী মোজাম্মেল হকের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং উপহাসমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানায়, যা বিশ্ববিদ্যালয়টির চলমান শিক্ষা কার্যক্রম এবং তাদের প্রিয় প্রতিষ্ঠানের সুনামের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে। বর্তমানে বিশ^বিদ্যালয় প্রাঙ্গণে অস্থিতিশীলতা দৃষ্টিগোচর হওয়ায় এ পরিস্থিতিতে প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তারা সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তারা আরও উল্লেখ করেন— বিভিন্ন অনিয়মের অভিযোগে বিভিন্ন সময়ে অপসারিত ব্যক্তিগণ এখনো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । তাদের মতে দেশ ৫ আগস্ট শোষণ থেকে মুক্ত হয়েছে, কিন্তু বিশ^বিদ্যালয়টি একটি অশুভ চক্রের থাবা থেকে এখনো মুক্ত হতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অবৈধ সনদ তৈরির বিরুদ্ধে একজোট হয়ে কাজ করছে। এরপরও একটি কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে।
তারা বলেন, সাময়িক অব্যাহতিপ্রাপ্ত উপাচার্যের পরবর্তী বর্তমান প্রশাসনের সময়ে আমরা দেখছি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে এবং একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন সাধিত হচ্ছে। এই থেকে বোঝা যায় বর্তমান প্রশাসনের প্রতি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের আস্থা রয়েছে। আমরা আশাকরি— কোন স্বার্থান্বেষী মহলের ইন্ধনে আমাদের এই আস্থার ঠিকানা যেন কোনভাবেই কলুষিত না হয়।
উল্লেখ্য, সেন্ট্রাল অ্যালামনাই এসোসিয়েশন দেশ—বিদেশের হাজার হাজার প্রাক্তন ছাত্র—ছাত্রীদের প্রতিনিধিত্ব করে, যারা এই ক্ষতিকর আচরণের প্রতিবাদে একজোট হয়ে দাঁড়িয়েছেন৷ আমরা সকল স্টেকহোল্ডার যথা শিক্ষার্থী, অনুষদ এবং প্রশাসনিক বিভাগকে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক উন্নয়নের দিকে মনোনিবেশ করতে এবং এর অগ্রগতিকে ক্ষুন্ন করার যেকোন অপচেষ্টাকে উপেক্ষা করার আহ্বান জানাই।
আমরা মোজাম্মেল হককে তাঁর ব্যাঘাতমূলক,অপেশাদার ও অপ্রাতিষ্ঠানিক আচরণ বন্ধ করার এবং বর্তমান প্রশাসনের চলমান প্রচেষ্টাকে সম্মান করার জন্য অনুরোধ করছি, যারা শিক্ষার মান উন্নত করতে এবং শিক্ষার্থীদের জন্য একটি সমৃদ্ধ একাডেমিক পরিবেশ প্রদানের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন।