চান্দগাঁও থানার গোলাপের দোকান এলাকায় বিদ্যুতের খুঁটি থেকে পড়ে গিয়ে বাবলু মিয়া (৪২) নামে এক বৈদ্যুতিক কর্মী নিহত হয়েছেন।
গতকাল ২২ মে, শনিবার বিকাল ৫ টার দিকে আমগাছতল ইমাম হোসেন মেম্বার বিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবলু মিয়া চান্দগাঁও থানার গোলাপের দোকান কানু কাজির বাড়ি এলাকার আব্দুল মোনাফের ছেলে।
নিহতের ভাগ্নে মো. রুমন দিনেরখবরকে জানান, ইমাম হোসেন মেম্বার বিল্ডিং এলাকায় বিদ্যুতের খুঁটিতে কাজ করার পর নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া সিটিজিনিউজকে বলেন, চান্দগাঁও থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এন-কে