রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে চায় ইউক্রেন – রাশিয়ার পলিয়ানস্কি

নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, ৭ সেপ্টেম্বর, ২০২৪:

রাশিয়ার কুরস্ক অঞ্চলে জেলেনস্কি জুয়া খেলছেন, এবং তার উদ্দেশ্য এই অঞ্চলে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে  সরাসরি সংঘর্ষে’ টানা। জাতিসংঘে রাশিয়ার প্রথম উপ-স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি নিউইয়র্কে রাশিয়ান মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার এই দাবি করেছেন। 

“কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির জুয়া খেলার একমাত্র উদ্দেশ্য হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্রদের রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষে টানার চেষ্টা করা। কারণ ইউক্রেনের স্বৈরশাসকের এখন অন্য কোন পরিকল্পনা নেই। সে তার দেশের যুদ্ধের ময়দানে হারাচ্ছে, সে পশ্চিমা অস্ত্র হারাচ্ছে এবং সে এই আক্রমণের মাধ্যমে দেখাতে চাইছে যে- রাশিয়ান ভূখণ্ডের গভীরে আঘাত করা সম্ভব। আমি সত্যিই আশা করি যে আমাদের পশ্চিমা সহকর্মীরা, সর্বপ্রথম ওয়াশিংটন, মরিয়া ইউক্রেনের প্রেসিডেন্টের এই ফাঁদে যেন না পড়ে এবং সমগ্র বিশ্বকে একটি পারমাণবিক যুদ্ধের হুমকির মধ্যে ফেলে।”

দিমিত্রি পলিয়ানস্কি বলেন, পশ্চিমারা ভাল করেই জানেন যে, রাশিয়ার অভ্যন্তরে আঘাত করার মাধ্যমে ইউক্রেন কিছুই অর্জন করতে পারবে না।

“যদি আমি ভুল না করি, আমেরিকান কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা ইতিমধ্যেই এমন বিবৃতি দিয়েছেন; যারা এক কণ্ঠে বলেছেন যে- ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত করার অনুমতি দেওয়ার একটি অনুমানমূলক সিদ্ধান্ত ইউক্রেনের কৌশলগত পরিস্থিতি পরিবর্তন করবে না।”

দিমিত্রি’র মতে, কুর্স্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করে রাশিয়াকে ব্ল্যাকমেইল করার চেষ্টায় ইউক্রেন সফল হবে না।

“পরিকল্পনাটি ছিল পূর্বে, দোনবাসে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীকে আক্রমণকারী রিজার্ভ ইউনিটগুলোকে ফিরিয়ে আনতে বাধ্য করা, কিন্তু দোনবাসে আমাদের অগ্রগতি বেড়েছে। আমরা একাধিক বসতি মুক্ত করেছি। এবং ইউক্রেনীয়রা এটা স্বীকার করে যে, ভোলোডিমির কুরস্ক স্কিমের প্রাথমিক পর্যায়ে নির্ধারিত উদ্দেশ্য ব্যর্থ হয়েছে।”

জাপোরোজি এনপিপি এবং কুরস্ক এনপিপিকে ঝুঁকির মধ্যে ফেলার কোন যুক্তি নেই বলে মনে করেন জাতিসংঘে রাশিয়ার এই উপ-স্থায়ী প্রতিনিধি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img