কালোটাকা সাদা করার বিধান বাতিলে সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তী সরকার

অবৈধ উপায়ে আয়কৃত টাকা এবং ট্যাক্স ফাঁকি দেওয়া অপ্রদর্শিত অর্থ এখন আর সাদা করা যাবে না। কালো টাকা সাদা করার বিধান বাতিল হয়ে যাচ্ছে। বহুল আলোচিত কালোটাকা সাদা করার বিধান চালু না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেন সরকারের উপদেষ্টারা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়েরও উপদেষ্টা।

রিজওয়ানা হাসান বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কালো টাকা সাদা করার যে বিধি ও রীতি বন্ধ করে দেওয়া। এটা থেকে সরকার যেটুকু টাকা আনতে পারে, সে টাকা দিয়ে সরকারের খুব লাভ হয় না। তবে মূল্যবোধ অবক্ষয় হয়। এটার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’

অর্থ পাচারের বিরুদ্ধেও কার্যক্রম শুরু করেছে বর্তমান সরকার।

শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষায় প্রণীত ‘জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯’ সংশোধন করা হয়েছে। বৈঠকে ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় পরিষদ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img