২০২৩ সাল পর্যন্ত বিসিবির সঙ্গী আলেশা মার্ট

বাংলাদেশ ক্রিকেট দলের টাইটেল স্পন্সর হয়েছে আলেশা হোল্ডিংস লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান আলেশা মার্ট। ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ দলের সব হোম সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকবে ই-কমার্স প্রতিষ্ঠানটি। ৩২ কোটি ৫৫ লাখ টাকায় এই চুক্তিতে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আজ রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে নতুন স্পন্সরদের নাম ঘোষণা করেছে বিসিবি। যেখানে আলেশা মার্টের পাশাপাশি বাংলাদেশ দলের সহযোগিতায় বা পাওয়ার্ড বাই হিসেবে যুক্ত হয়েছে ওয়ালটন। টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিংয়ের দায়িত্ব পালন করবে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। তিনটি প্রতিষ্ঠানই ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকবে।

আজ স্পন্সর ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী, আলেশা মার্টের কর্মকর্তা নাহিদ জাহান ও ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম।

এ সময় নিজামউদ্দিন চৌধুরী আলিশা হোল্ডিংস এবং ওয়ালটনকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘আমরা দীর্ঘমেয়াদে হোম সিরিজের স্বত্ব বিক্রির জন্য দরপত্র দিয়েছিলাম। আমাদের যে প্রত্যাশা ছিল তার থেকে বেশি আমরা পাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলিশা  হোল্ডিংস এবং ওয়ালটনকে ধন্যবাদ জানাচ্ছে। ক্রিকেটের উন্নয়নে বরাবরই ওয়ালটন পাশে ছিল। এবার আলিশা  হোল্ডিংসকে আমরা পাশে পেয়েছি।’

আলেশা মার্টের কর্মকর্তা নাহিদা জাহান বলেন, ‘আলিশা  মার্ট বাংলাদেশের বাজারে ভোক্তাদের সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। ক্রিকেট এমন একটি মঞ্চ যেখানে বাংলাদেশের সবাই এক হয়ে কাজ করে। ক্রিকেটকে আরও একধাপ এগিয়ে নিতে, বাংলাদেশ ক্রিকেট দলকে অনুপ্রাণিত করতে আলিশা  হোল্ডিংস আগামী দুই বছর সম্পৃক্ত থাকবে।’

ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, ‘আগামী ২৮ মাস বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকার সুযোগ করে দেওয়ার জন্য বিসিবিকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেট, যেখানে বাংলাদেশ দল খেলছে সেখানেই ওয়ালটন আছে। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে এরকম প্রতিষ্ঠান বিরল যারা দীর্ঘ সময় ক্রিকেটের সঙ্গে আছে। ওয়ালটন এক যুগ ধরে নিরবিচ্ছিন্নভাবে ক্রিকেটের সঙ্গে আছে। আগামী ২৮ মাস থাকবোই। আশা করছি এর পরেও আমরা ক্রিকেটের সঙ্গে ধারাবাহিকভাবে থাকব।‘

তিনটি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামীকাল সোমবার থেকে। কাল থেকেই মাঠে গড়াবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। জাতির পিতার জন্মশতবর্ষকে সম্মান জানাতে সিরিজটি নাম দেওয়া হয়েছে—‘বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, প্রেজেন্টেড বাই আলেশা মার্ট, পাওয়ার্ড বাই ওয়ালটন।’

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img