এমপি আনার হত্যা : ডিবি প্রতিনিধিদল কলকাতায়

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে কলকাতা গেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যের একটি টিম।

ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের এ টিমে রয়েছেন ডিবি ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ ও অতিরিক্ত উপকমিশনার মো. শাহিদুর রহমান।

আজ রোববার (২৬ মে) সকাল সোয়া ১১টার দিকে তারা কলকাতায় পৌঁছান।

ডিবি সূত্র জানায়, এমপি আনার হত্যার তদন্তে ডিবি প্রধান হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের দল কলকাতায় পোঁছেছে।

রওনা হওয়ার আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের হারুন অর রশীদ জানান, হত্যার তদন্তে কলকাতা পুলিশের সহযোগিতা চাওয়া হবে। কলকাতায় হত্যার ঘটনাস্থল পরিদর্শন করবে ডিবির টিম।

এখনো মরদেহ পাওয়া না যাওয়ায় কলকাতা পুলিশরে সঙ্গে মরদেহ শনাক্ত কার্যক্রমেও অংশ নেবেন তারা। একই সঙ্গে কলকাতায় গ্রেপ্তার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি।

এদিকে আনার হত্যায় মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পালিয়েছেন বলে ধারণা ডিবির। তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে শনিবার (২৫ মে) রাজধানীর মিন্টু রোডের নিজ কার্যালয়ে হারুন অর রশীদ জানিয়েছিলেন, আজ-কালের মধ্যে আমিসহ ডিবির ২-৩ জন অফিসার তদন্তের কাজে কলকাতা যাবো। আমাদের সরকারিভাবে জিও হয়েছে, আইজিপি নির্দেশ দিলেই আমরা যাব।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img