রাশিয়ায় ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫

রাশিয়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার (১২ মে) রাশিয়ার সীমান্ত শহর বেলগ্রোদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। এসব হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ২০ জনেরও বেশি রুশ নাগরিক আহত হয়েছেন। খবর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের।

জানা যায়, দফায় দফায় হামলায় শহরটিতে আটবার বিমান হামলার সাইরেন বেজে উঠে। ইউক্রেনের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার একটি ১০তলা ভবনের ওপর বিস্ফোরিত হয়। এতে ভবনটির একটি অংশ বিধ্বস্ত হয়ে ধসে পড়ে। ধবংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে ধারনা করছে রুশ কর্তৃপক্ষ।

রাশিয়ার জরুরি সহায়তা বিষয়ক মন্ত্রণালয় সোমবার এক টেলিগ্রাম বার্তায় এ খবর জানিয়েছে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ১০ তলা অ্যাপার্টম্যান্টটি বিধ্বস্ত হয়। ঘটনার পরই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে প্রথমে ১৪ জন, পরে আরেকজনের মরদেহ উদ্ধার করেন। ২০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বেলগ্রোদ প্রশাসন জানিয়েছে, ইউক্রেন টোচকা-ইউ টেকটিক্যাল ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালিয়েছে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img