নগরীতে ৬ ম্যাজিস্ট্রেটের অভিযানে জরিমানা ১৭ হাজার

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি ও সরকার নির্দেশিত আইন না মানায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৬,৭৫০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ মে) প্রশাসনের ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নগরীর সদরঘাট ডবলমুরিং এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান।

ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান পাহাড়তলী হালিশহর ও আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে ২ টি মামলায় ১৫০০ টাকা জরিমানা করেন।

অন্যদিকে, নগরীর খুলশী ও বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে ৬টি মামলায় আড়াই হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে কাজির দেউরী, জিইসি, চান্দগাঁও ও পাচলাইশ এলাকায় অভিযান চালিয়ে ২২টি মামলায় ১২ হাজার ৭৫০ টাকা জরিমানা করেন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান মেহেবুব নগরীর চকবাজার ও বাকলিয়া এলাকায় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনামুল হাসান নগরীর পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করেন।

পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img