‘আমরা বাংলাদেশকে হারাতে এসেছি’

অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, দিমুথ করুনারত্নের মতো সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়েছে শ্রীলঙ্কা। সুযোগ পাবেন না জেনে রাগে, ক্ষোভে অবসরই নিয়ে ফেলেন অলরাউন্ডার থিসারা পেরেরা। তারুণ্যনির্ভর দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা। লঙ্কান দলটির অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার ইসুরু উদানা। অনুশীলনের আগে বাঁহাতি এ পেসার জানালেন, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে প্রস্তুত লঙ্কানরা। কোয়ারেন্টিন শেষে দ্বিতীয়বার অনুশীলন করেছে দলটি।

উদানা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দলটা তরুণ হলেও বাংলাদেশকে হারাতেই এসেছেন। সেই লক্ষ্য থেকে একচুলও নড়ছেন না তারা। বিসিবি একাডেমিতে অনুশীলন শুরুর আগে উদানা বলেছেন, ‘সত্যি বলতে বাংলাদেশ দলে বেশ কয়েকজন সুপারস্টার আছেন। বিপরীতে আমরা তরুণ দল নিয়ে এসেছি কিন্তু আমাদের হারানোর কিছু নেই। আমরা এখানে ওদের (বাংলাদেশ) হারাতে এসেছি। তাই আমরা নিজেদের সেরাটা দিতে চাই। কারণ বাংলাদেশ নিজেদের মাঠে খুবই বিপদজনক।’

মাত্র দুটি সেশন অনুশীলন করলেও দুই দেশের কন্ডিশনে মিল থাকায় অসুবিধায় পড়ছে না সফরকারীরা। এখনই সিরিজ খেলতে প্রস্তুত শ্রীলঙ্কা। উদানা বলেছেন, ‘আমার মনে হয় আমরা খেলার জন্য প্রস্তুত হয়ে গেছি। কারণ কলম্বোতে আমরা ৫-৬ দিনের অনুশীলন ক্যাম্প করেছি। এখানে দুটি সেশন পেয়েছি, তো আমরা তৈরি।’

কলম্বোর চেয়ে ঢাকায় গরম কম। তাই কন্ডিশনে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না লঙ্কানদের। বিপিএলে কয়েক মৌসুম খেলায় মিরপুরের উইকেটও চেনা উদানার। অভিজ্ঞ বোলার হিসেবে দায়িত্ব নিতেও প্রস্তুত তিনি। উইকেট বুঝে নিজের স্লোয়ার করার দক্ষতা কাজে লাগাবেন উদানা।

তিনি বলেন, ‘আমি এখানে ৪-৫ মৌসুম বিপিএল খেলেছি। সেদিক থেকে আমার অভিজ্ঞতা আছে এখানে খেলার। কিন্তু নির্দিষ্ট দিনে কোন ম্যাচ জিততে হলে সেরাটা দিতে হয়। আমরা এখন সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।’

শুক্রবার বিকেএসপিতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সকাল পৌনে ১০টায় শুরু হবে ম্যাচটি।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img