দেশে ফিরতে বিলম্ব হবে এমভি আব্দুল্লাহ’র, সংবাদ সম্মেলনে জাহাজ কর্তৃপক্ষ

জিয়া চৌধুরী, আরব আমিরাত :

অবশেষে নিরাপদে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ। এ তথ্য নিশ্চিত করেছেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর ও এমভি আব্দুল্লাহ জাহাজের কর্তৃপক্ষ কে এস আর এম ডেপুটি ম্যানেজার ডিরেক্টর শাহরিয়ার জাহান।

শারজাহ বহির্নোঙরে থাকা জাহাজটি সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা পর্যন্ত একই অবস্থানে ছিল। স্থানীয় সময় সকাল দশটায় জাহাজটি বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও বন্দর কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় জাহাজ যাত্রা করতে পারেনি বলে জানান তারা। আজকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ এমভি আবদুল্লাহ বন্দরে ফিরে আসবে বলে জানান তারা।

সোমবার দুপুরে আমিরাতের আজমানে রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশ মিশনের সাথে বৈঠক করেন জাহাজ কর্তৃপক্ষ। এসময় আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আবু জাফর ও বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেনসহ বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে শাহরিয়ার জাহান জানান, জাহাজ বন্দরে ফেরাতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। জাহাজ বন্দরে ফিরলে মালিক পক্ষ ও বাংলাদেশ মিশন থেকে ১০-১৫ জনের একটি দল জাহাজ পরিদর্শন করবে। সেখানে নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ ছাড়া প্রশাসনিক প্রক্রিয়া শেষে জাহাজে থাকা কয়লা খালাস করা হবে। নাবিকদের বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রথমে সবার সঙ্গে কথা বলব। কেউ চাইলে (নাবিকরা) দেশে ফিরতে পারবেন। সেই অনুযায়ী আইনী প্রক্রিয়া শেষে তাদের ভিসার জন্য আবেদন করা হবে। আবার তারা চাইলে জাহাজে করেও ফিরতে পারবেন।’

রাষ্ট্রদূত মো. আবু জাফর বলেন, ‘এমভি আবদুল্লাহ একটি বাণিজ্যিক জাহাজ। তারা মূলত দুবাই আসার পথে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। তবে জিম্মি জাহাজটি কোন ক্ষয়ক্ষতি ছাড়াই মুক্তি পেয়েছে, নাবিকরাও সুস্থ রয়েছেন; বিষয়টি ইতিবাচক।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img