চট্টগ্রাম চেম্বার পরিচালক অহিদ সিরাজ আবারও সিআইপি নির্বাচিত

রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদান রাখায় রপ্তানিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ফের সিআইপি সম্মাননা পদকের জন্য নির্বাচিত হয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন।

গত ৩ এপ্রিল বিভিন্ন ক্যাটাগরিতে অহিদ সিরাজ চৌধুরী স্বপনসহন ১৮৪ জনকে ২০২২ সালের জন্য সিআইপি (রপ্তানি) হিসেবে নির্বাচন করেন। এরআগে তিনি ২০২১ সালেও সিআইপি নির্বাচিত হন।

জয়নিউজবিডি ডট কমের হেড অব আইটি নূরুল ইসলাম দিনের খবরকে জানান, চট্টগ্রাম নগরীর সিইপিজেডে অবস্থিত ইউনিটি স্টাইল অন্ড এক্সোসরিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ সিআইপি সম্মাননার জন্য মনোনীত হন অহিদ সিরাজ চৌধুরী স্বপন।

এর আগে গত বছর ২৫ জুন রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অহিদ সিরাজ চৌধুরী স্বপনের হাতে সিআইপি-২০২১ কার্ড তুলে দেন তৎকালীন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তাছাড়া তিনি চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং চিটাগং মেট্রোপলিটন সপ অনার্স এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

করোনাকালীন সময়ে মানবিক নানা কার্যক্রমের মাধ্যমে ব্যাপক প্রশংসিত হন এবং একাধারে দুইবার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের।

সমাজের নানা ক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন দেশী-বিদেশী একাধিক সম্মাননা পদক।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img