ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় আহত ১১

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় প্রায় এক ডজন লোক আহত হয়েছে। সোমবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে গেছে।

কিয়েভ বলেছে, রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ এবং ওদেসায় ড্রোন হামলা চালায়। সম্প্রতি উভয় দেশকেই বিদ্যুত কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালাতে দেখা যায়।

সোমবার টেলিগ্রামে এক বার্তায় গভর্নর ওলেগ কিপার বলেন, ‘শত্রুরা আবারও ওদেসা অঞ্চলে একাধিক ড্রোন হামলা চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘রাশিয়ার এসব হামলা বিদ্যুত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ওদেসার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।’

ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র নাটালিয়া গুমেনিউক জাতীয় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ নগরীতে রাশিয়ার ড্রোন হামলায় প্রায় ১১ জন আহত হয়েছে।

এদিকে রাশিয়ার স্থানীয় এক গভর্নর বলেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তোভের একটি বিদ্যুত কেন্দ্রে আগুন ধরে গেছে।

গভর্নর ভ্যাসিলি গোলুবেভ টেলিগ্রাম পোস্টে বলেন, কিয়েভের এসব ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নভোচেরকাস্ক বিদ্যুত কেন্দ্রের দ’ুটি ইউনিট বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, সেখানে ড্রোন হামলায় ট্রান্সফরমার সাবস্টেশনে আগুন ছড়িয়ে পড়লে যত দ্রুত সম্ভব তা নিভিয়ে ফেলা হয়। বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img