মালয়েশিয়ায় স্বদেশিকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জয়নাল আবেদিন নামে এক বাংলাদেশির বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ।
বৃহস্পতিবার (২০ মে) জয়নালকে খোঁজার জন্য স্থানীয় গণমাধ্যমসহ মালয়েশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে খোঁজ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। খোঁজ চাওয়া বাংলাদেশির নাম জয়নাল আবেদিন (৪০) পাসপোর্ট নম্বর BT0663193।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত (৮ মে) দপুর ২টার দিকে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বন্দর বারু ক্লাং এলাকায় একটি পুরাতন গাড়ি বিক্রির দোকানে দুই বাংলাদেশির মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে জয়নাল স্বদেশির মাথায় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে গুলি করলে সেখানেই ওই বাংলাদেশির মৃত্যু হয়। এ সময় জয়নালের বাম হাতে আঘাত লাগলে সে নিকটবর্তী ক্লিনিকে চিকিৎসা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী মামলাটি তদন্ত করা হচ্ছে। এতে জয়নালের তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে সন্ধান চাইছে কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তির অবস্থান সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে 03-3291222, 012-4071452 এই নম্বরে অফিস চলাকালে ফোন দিয়ে জানানোর জন্য। অথবা নিকটবর্তী যে কোনো থানায় যোগাযোগের অনুরোধ জানান।
এন-কে