বিনা পারিশ্রমিকে সিনেমা; বাজিমাত রাজামৌলির!

এই মুহূর্তে ভারতের প্রথম সারির পরিচালকদের মধ্যে উঠে এসেছে এসএস রাজামৌলির নাম। ২০২২ সালে তার পরিচালিত সিনেমা ‘আরআরআর’ বিশ্বের বক্স অফিসে ঝড় তুলেছিলো। ছবির ব্যবসার পরিমাণ ছাড়িয়েছিলো ১ হাজার কোটি টাকার গণ্ডি। পাশাপাশি, গত বছর সেরা সঙ্গীতের জন্য অস্কারও জিতেছে সিনেমাটি। এবার রাজামৌলি প্রস্তুতি নিচ্ছে পরবর্তী সিনেমার। তবে শোনা যাচ্ছে, এই সিনেমা তৈরির জন্য নাকি কোনও পারিশ্রমিক নিচ্ছেন না এই পরিচালক। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

রাজামৌলির পরবর্তী ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। অবশ্য এখন পর্যন্ত এই ছবি নিয়ে নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

শোনা যাচ্ছে, কোনও অরণ্য অভিযানকে কেন্দ্র করে চিত্রনাট্য লেখা হয়েছে। এ বার ‘আরআরআর’-এর থেকেও নাকি আরও বেশি বাজেটকে মাথায় রেখে ছবিটি তৈরির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। তবে এত বড় ছবির ক্ষেত্রে এক টাকাও পারিশ্রমিক নিতে রাজি নন রাজামৌলি। কিন্তু তার পরেও নাকি এই ছবিতে মহেশ বাবুর পারিশ্রমিককে ছাপিয়ে যেতে পারেন তিনি। কিন্তু কিভাবে সেটা নিয়েও চলছে নানা গুঞ্জন।

জানা যায়, রাজামৌলি এই ছবির জন্য পারিশ্রমিক নিচ্ছেন না ঠিকই। কিন্তু, ছবির ব্যবসার লভ্যাংশ থেকে তিনি একটি নির্দিষ্ট শতাংশের অর্থ নেবেন। সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের মতে, রাজামৌলি খুব ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ছবি মানেই বক্স অফিসে নজির তৈরি। ফলে ছবির লাভের পরিমাণ আকাশ ছোঁয়াটাই স্বাভাবিক।

সূত্রের খবর, মহেশ বাবু তার সাম্প্রতিক ছবি ‘গুন্টুর করম’ এর জন্য ৬০ থেকে ৮০ কোটি টাকার মতো পারিশ্রমিক নিয়েছিলেন। কিন্তু রাজামৌলির ছবির জন্য তিনি নাকি ১০০ কোটি টাকারও বেশি পারিশ্রমিক নিচ্ছেন। কিন্তু, ছবির মুনাফার থেকে নিজের অংশ নেয়ার অর্থ, রাজামৌলি তার থেকেও আরও বেশি টাকা উপার্জন করবেন। আপাতত এই ছবির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img