যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪) রাতে সেখানে টর্নেডোটি আঘাত হানে। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

টর্নেডোর আঘাতে মধ্যাঞ্চলের ওহাইও, কেন্টাকি, ইন্ডিয়ানা ও কানসাসে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সবচেয়ে বেশি ক্ষতিক্ষতির খবর পাওয়া গেছে ইন্ডিয়ান লেকের তীরবর্তী ওহাইওর লোগান কাউন্টির এলাকাগুলোতে। কাউন্টিটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কলম্বাসে তিনজনের প্রাণহানি হয়েছে।

রাসেল পয়েন্ট ও লেকভিউ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ জানিয়েছে, সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ এতো বেশি যে মাত্র তিনজনের মৃত্যুর খবরটি কারও বিশ্বাসই হতে চাইবে না।
মেরি রাটান হাসপাতালে এক মুখ পাত্র বলেছেন, সেখানে মেরুদণ্ড ভেঙে গেছে এমন রোগীসহ ২৫ জন ভর্তি হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্ডিয়ানাতে ৩৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। সেখানে প্রায় ১৩০টি বাড়ি ও রেস্টেুরেন্ট ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কেন্টাকির মিল্টনে আরও দুইজন আহত হয়েছেন। আর কানসাসে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img