বাণিজ্যিক জাহাজে হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

দক্ষিণ ইয়েমেনে একটি পণ্যবাহী জাহাজে দেশটির শক্তিশালী সশস্ত্র হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় তিন ক্রু নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই প্রথম হুথিদের আক্রমণে বাণিজ্যিক কোন জাহাজে মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও জানায় মার্কিন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৭ মার্চ) মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে জানানো হয়, বার্বাডোস-পতাকাযুক্ত ট্রু কনফিডেন্স নামের ওই জাহাজটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে যায়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, রাত সাড়ে ১১টায় এডেন উপসাগরে এ হামলা চালায় গোষ্ঠীটি।

অন্যদিকে এমন হামলাকে ফিলিস্তিনের প্রতি সমর্থন বলে উল্লেখ করেছে হুথি গোষ্ঠী।

মধ্যপ্রাচ্যে অপারেশন তত্ত্বাবধান করা মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলছে, তিন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং অন্তত চারজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

সামাজিক মাধ্যমে এক পোস্টে বলা হয়েছে, হুথিদের এই বেপরোয়া আক্রমণ বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করছে এবং আন্তর্জাতিক নাবিকদের জীবন নিচ্ছে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img