হঠাৎ জাতীয় দল থেকে রোমান সানার অবসর

আরচার রোমান সানা আকস্মিকভাবে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। সম্প্রতি তিনি ফেডারেশনের কাছে একটি চিঠি দিয়ে তার সিদ্ধান্তের বিষয়টি জানান।

বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল প্যারা আরচারির কাজে দেশের বাইরে রয়েছে। দুবাই থেকে তিনি জানান, ‘রোমান ব্যক্তিগত কারণে জাতীয় দলের হয়ে আর খেলতে চায় না। আমাদের বিষয়টি জানিয়েছে।’

রোমানের সঙ্গে ফেডারেশনের একটু দূরত্ব চলছিল বেশ কিছুদিন ধরেই। সেই অভিমানের সুরেই কি অবসরের সিদ্ধান্ত? এমন প্রশ্নের উত্তরে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘এখানে মান অভিমানের কিছু নেই। সে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছে।’

রোমান সানার পারফরম্যান্স কিছুদিন ধওে ভালো যায়নি। ইরাকে এশিয়ান কাপ আরচারিতে দলে ছিলেন না। সম্প্রতি র‌্যাংকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি। টঙ্গীর জাতীয় দলের আরচারি ক্যাম্প থেকেও চলে গেছেন। এ বিষয়ে আরচ্যারি ফেডারেশনের ট্রেনিং কমিটির কর্মকর্তা ফারুক ঢালী বলেন, ‘সে চিঠি দিয়েছে এবং র‌্যাংকিংয়ে অংশগ্রহণ করেনি। তার চিঠি গ্রহণ হবে কি না, সেটা নির্বাহী কমিটির সভার পর বলা যাবে।’

রোমান সানা সতীর্থ আরচারের অসদাচারণের জন্য ফেডারেশন থেকে নিষিদ্ধ ছিলেন। ফেডারেশন পরবর্তী সময়ে তার শাস্তি প্রত্যাহার করায় জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আবার ফিরে আসেন রোমান। এশিয়ান গেমসেও ছিলেন তিনি।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img