এবার ফিলিস্তিনের সমর্থনে জামাল ভূঁইয়া

ফিলিস্তিনে চলমান ইসরায়েলি সহিংসতার প্রতিবাদে মুখর সারাবিশ্বের বিভিন্ন পেশাজীবীরা। নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন বিশ্ববাসী। বাদ যাচ্ছেন না ক্রীড়াবিদরাও। এই প্রতিবাদে শামিল হয়েছেন বাংলাদেশের ক্রিকেটার-ফুটবলাররাও। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, পেসার রুবেল হোসেনসহ অনেকেই ফিলিস্তিনির প্রতি সমর্থন জানিয়েছেন। এবার তাদের সঙ্গে যোগ দিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করেন, ফিলিস্তিনের ওপর অনেক অত্যাচার হচ্ছে। তিনি ফিলিস্তিনের মুক্তি প্রার্থনা করছেন। এছাড়া ফিলিস্তিনের সাহায্যের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে ফিলিস্তিনের মানুষের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে একটি পোস্টার আপলোড করেছেন জামাল। তিনি লিখেছেন, ‘ফিলিস্তিনকে মুক্ত কর। অনেক হয়েছে এবার।’

উল্লেখ্য, গত ১০ মে থেকে গাজায় ব্যাপক বিমান ও ট্যাংক হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় এ পর্যন্ত ২২০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৬৩ শিশুও রয়েছে।

জাতিসংঘের হিসাবে, গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ৫২ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুহারা হয়েছেন।

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img