চট্টগ্রামে শুক্রবার থেকে একুশে বইমেলা শুরু

চট্টগ্রামে শুক্রবার থেকে শুরু হচ্ছে বইমেলা শুরু হচ্ছে ২৩ দিনের অমর একুশে বইমেলা। তবে এবার জিমনেসিয়াম মাঠে মেলার অনুমতি না পাওয়ায় হতাশ হয়েছেন লেখক ও প্রকাশকেরা। এবারের মেলা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের সিআরবির শিরীষতলা মাঠে। মেলায় অংশ নিচ্ছে দেশের শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান।

মেলায় অংশগ্রহণ করা প্রকাশনীগুলো জানায়, এরইমধ্যে বাহারি সাজে স্টল সাজানো শুরু করেছে প্রকাশনীগুলো। তবে আগে যেখানে বইমেলা হতো সে জায়গাটি বইমেলার জন্য নির্দিষ্ট জায়গা হিসেবে স্বীকৃত ছিল। আর এখন বইমেলার নতুন জায়গার বিষয়ে সকলের কাছে প্রচার চালাতে হচ্ছে। এ কারণে নতুন জায়গায় তারা এবার বইমেলা কতটা জমাতে পারবেন, সে ব্যাপারে সন্দিহান। তবে ধীরে ধীরে বইমেলা জমজমাট হবে আশা তাদের।

চট্টগ্রাম প্রজ্ঞালোক প্রকাশনী থেকে রেহেনা চৌধুরী জানান, নতুন জায়গায় বইমেলার বিষয়টি বই কেনা-বেচায় একটা প্রভাব ফেলবে।

রাদিয়া প্রকাশনের স্বত্বাধিকারী গোফরান উদ্দিন টিটু বলেন, ‘এবার নতুন জায়গায় হলেও আগামী বছর আগের জায়গায় ফিরে যেতে পারব বলে আশা করছি।’

এদিকে ২৩ দিনের এই মেলাকে আকর্ষণীয় ও সফল করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। তিনি জানান, বইমেলার জন্য নতুন নির্ধারিত স্থানটি যথোপযুক্ত হয়েছে।

প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা এবং ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই বইমেলা।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img