মিয়ানমারে স্কুলে বিমান হামলায় নিহত ৪ শিশু

মিয়ানমারের জান্তা সরকারের বিমান হামলায় কারেনি (কায়া) রাজ্যের ডেমোসো টাউনশিপের একটি স্কুলে অন্তত ৪ শিশু নিহত এবং ১০ জনেরও বেশি আহত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটে।

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডেমোসোর একজন স্বেচ্ছাসেবক জানান, সোমবার সকাল ১০ টার দিকে ডাউসিই গ্রামের একটি স্কুলকে লক্ষ্যবস্তু করে দুইটি যুদ্ধবিমান দুইটি বোমা ফেলে এবং মেশিনগানে গোলাবর্ষণ করে।

ওই স্বেচ্ছাসেবক বলেন, ওই এলাকায় জান্তা বাহিনী ও প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে কোনো সংঘাতের ঘটনা না ঘটলেও এই হামলা চালানো হয়।

তিনি আরও জানান, স্কুলটিতে শিশুশ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে। জান্তা বিমান হামলা এবং গোলাগুলি থেকে রক্ষা করার জন্য স্কুল কম্পাউন্ডে বোমা আশ্রয়কেন্দ্র রয়েছে। কিন্তু হঠাৎ করে হামলা হওয়ায় শিশুদের সেখানে নেয়ার সময় পাওয়া যায়নি।

বোমা হামলায় স্কুলের ৯০ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে এবং আহত অনেক শিশুর অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, কারেনি হিউম্যান রাইটস গ্রুপের তথ্য অনুযায়ী, জান্তা বাহিনী গত বছর কারেনি প্রদেশে ১৬০টিরও বেশি আর্টিলারি স্ট্রাইক এবং ৭৬টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ১৮০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত এবং আরও ১৪০ জন আহত হয়েছেন।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img