বাংলাদেশি প্রবাসীরা আরব আমিরাতে রাতদিন কর্মব্যস্ত থাকার কারণে তাদের চিত্ত বিনোদন ও খেলাধুলার সুযোগ খুবই কম থাকে। দেশটিতে খেলাধুলার জন্য অসংখ্য ভেন্যু রয়েছে। এখানে যে কেউ চাইলে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে অনায়াসে। সীমিত পরিসরে হলেও সম্প্রতি সেই সুযোগ গ্রহণ করছে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। তারা কর্মব্যস্ততার পাশাপাশি আয়োজন করছেন বিভিন্ন টুর্নামেন্ট। তারই ধারাবাহিকতায় আরব আমিরাতে হাটহাজারী সমিতির উদ্যোগে ‘হালদা’ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
বুধবার রাতে আজমান হুমাইন বিন আব্দুল আজিজ ফুটবল স্টেডিয়ামে হালদা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সমিতি শারজা সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গণি চৌধুরী। হাটহাজারী সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ মোবারকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কনসাল জেনারেল মো: সাহেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর, কমিউনিটি নেতা আইয়ুব আলী বাবুল, দুবাই কমার্শিয়াল কনসুলার আশীষ কুমার সরকার, প্রথম সচিব বদরুল আহমেদ বিদ্যুৎ প্রমুখ।
উদ্বোধনী ফুটবল খেলায় মির্জাপুর ফুটবল দল বনাম হাটহাজারী পৌরসভা ফুটবল দল ও ধলই ফুটবল দল বনাম নাঙ্গলমোড়া ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক ফুটবলপ্রেমি মাঠের চারপাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। পাঁচ সপ্তাহের এই টূর্ণামেন্টে মোট ১২ টিম ফুটবল দল অংশ নিচ্ছেন।
টূর্ণামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন বিনোদনের পাশাপাশি আমাদের প্রবাসীদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রবাসীদের একত্রিত করার ও বিনোদনের খোরাক যোগানোর উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই দলগুলো হতে ভালো খেলোয়াড়দের বাছাই করে একটি দল গঠন করা হবে। যে দল নিয়ে দেশ বিদেশে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করা হবে।