আমিরাতে বাংলাদেশি ব্যবসায়ীর আত্মহত্যা

সংযুক্ত আরব আমিরাতে মোহাম্মদ হোসেন (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমমর্দ্দন ইউনিয়নে। তিনি ৩নং ওয়ার্ডে আলিম উদ্দিন হাজীর বাড়ির মৃত আলী মোহাম্মদের ছেলে।

গত মঙ্গলবার ( ৩০ জানুয়ারী) আমিরাতের আজমান নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় সকালে নিজ রুমে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মোহাম্মদ হোসেন এক মেয়ে ও এক ছেলের জনক।

মৃত মোহাম্মদ হোসেনের একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ ফরিদ তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, দীর্ঘ ৩৩ বছর ধরে হোসেন আমিরাতের আজমানে ব্যবসা করে আসছেন। ব্যক্তিজীবনে মোহাম্মদ হোসেন নীতিবান মানুষ ছিলেন। আমার বন্ধুর মতোই চলাফেরা করেছি। তার একটি গ্রোসারি দোকান ছিল। সেটি এক মাস আগে বিক্রি করে পাইকারী সবজি বিক্রি শুরু করেছিল। তাকে সর্বদায় নম্র ভদ্র দেখেছি। কিন্তু আত্মহত্যার পথ কেন বেছে নিয়েছে জানিনা।

তিনি আরো জানান, বর্তমানে মোহাম্মদ হোসেনেন মরদেহ খলিফা হাসপাতালের মর্গে রয়েছে। আমিরাতের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img