নির্বাচনে সব দল অংশ না নেয়ায় যুক্তরাষ্ট্রের দুঃখপ্রকাশ

যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে বলে জানালেন মার্কিন স্টেট ডিপার্টপেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে মিলার বলেন, যুক্তরাষ্ট্র দেখেছে ৭ জানুয়ারি ২০২৪ এর সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন জিতেছে আওয়ামী লীগ। তবে রাজনৈতিক বিরোধীদলের হাজার হাজার সদস্যের গ্রেপ্তার এবং নির্বাচনের দিন নানা অনিয়মের প্রতিবেদনে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় দুঃখপ্রকাশও করেন মিলার।

সেইসাথে সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর বিষয়ে তীব্র নিন্দা জানান। এসময় মিলার সকল রাজনৈতিক দলকে সহিংসতা পরিহারের কথা বলেন।

মার্কিন এই মুখপাত্র বলেন, সামনের দিনগুলোতে বাংলাদেশে মানবাধিকার ও সুশীল সমাজের সমর্থনে জনগণের সাথে জনগণের এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে বাংলাদেশের সাথে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img