ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ালেন জিএম কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

আজ রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তার পক্ষে প্রত্যাহারপত্র জমা দেন দলটির দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান।

অবশ্য জাতীয় পার্টির চেয়ারম্যান রংপুর-৩ আসন থেকেও নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেছেন। সেই আসনে তার প্রার্থিতা এখনো বহাল আছে।

এদিকে প্রার্থিতা প্রত্যাহারের আর কিছু সময় বাকি থাকলেও এখনো আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় পৌঁছাতে না পারায় নির্বাচন কীভাবে করবে, আদৌ করবে কি না, সেসব নিয়ে দোদুল্যমান অবস্থায় আছে জাতীয় পার্টি (জাপা)।

আজ বেলা পৌনে দুইটার দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা কোনভাবে নির্বাচন করব, কী করব না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে কয়েক ঘণ্টা সময় নিচ্ছি। বিকেলে আপনাদের জানাব।’

এর আগে জাপা চেয়ারম্যান জিএম কাদের দলের কো-চেয়ারম্যানদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানে আসন সমঝোতার বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img