বেশ অপমানজনকভাবে হেরেছে পাকিস্তান : শোয়েব আখতার

গতকাল পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের সুপার ফোরে ২২৮ রানের রেকর্ড জয় পেয়েছে ভারত। বৃষ্টির কারণে রিজার্ভ ডে তে গড়ানো ম্যাচটিতে বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৫৬ রানের সংগ্রহ গড়ে রোহিত শর্মারা। জবাবে বাবর আজমের দল থামে মাত্র ১২৮ রান করেই। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন হার ম্যান ইন গ্রীনদের জন্য বেশ অপমানজনক বলেই মনে করেন সাবেক পাকিস্তানি গতিতারকা শোয়েব আখতার।

এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের খেলায় যেন অনিবার্য ভাবেই সঙ্গী হয়ে আছে বৃষ্টি। গ্রুপ পর্বের ম্যাচটি ভেসে যাওয়ার পর বৃষ্টির কারণে সুপার ফরের ম্যাচটিও গড়ায় রিজার্ভ ডে তে। কাল ভারতের বিশাল সংগ্রহের পর শুরুতেই দুই উইকেট হারায় পাকিস্তান। এরপর আবারো শুরু হয় প্রবল বর্ষণ। নিজের দেশ হেরে যাবে বুঝতে পেরেই হয়তো শোয়েব কাল এক্সে বৃষ্টির কামন করে পোষ্ট করেছিলেন।
এক্সে নিজের প্রোফাইল থেকে করা পোস্টে শোয়েব লিখেছিলেন ‘বারসো রে মেঘা মেঘা’। জনপ্রিয় হিন্দি গানে মূলত বৃষ্টি কামনা করা হয়। তবে শোয়েবের আকুতি কাল শোনেনি প্রকৃতি। বর্ষণ থেমে এক পর্যায়ে খেলা শুরু হয়। অতঃপর লজ্জার রেকর্ডের সাক্ষী হয় বাবররা। ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানের ব্যবধানে হারে তারা।

এদিকে এমন হারের পর নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘বৃষ্টির জন্য প্রার্থনা করছিলাম। ভাবছিলাম যে বৃষ্টি হয়ে যাক। জীবনটা বাঁচুক। তবে এভাবে আসলে হয় না। পাকিস্তান বেশ অপমানজনকভাবে হেরেছে। পাকিস্তান ১২৮ রানে অলআউট হয়েছে। এটা খুবই আশঙ্কাজনক ব্যাপার।’

একই সঙ্গে টসে জিতে পাকিস্তানের ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শোয়েব বলেন, ‘এত ভালো ব্যাটিং উইকেটে পাকিস্তান টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত কেন নিল? আর এত ভালো দল ভারতকে ম্যাচে ফেরার সুযোগ কেন দিল? এই সিদ্ধান্ত আমার কাছে একটু অদ্ভুতই ঠেকেছে। এর ফলও এখন আপনারা দেখতে পাচ্ছেন।’

আবার, অপমানজনকভাবে হারলেও পাকিস্তান দলকে এই এক ম্যাচ দিয়ে বিচার করতেও রাজি নন তিনি। শোয়েব বলেন, ‘এক ম্যাচ দিয়েই পাকিস্তানকে বাতিল করা যাবে না। যেমন এক ম্যাচ দিয়ে ভারতকেও বাতিল করার সুযোগ নেই।’

রেকর্ড জয় পাওয়ায় কোহলিদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘ভারতকে অনেক অনেক শুভেচ্ছা। এই জয় তাদের খুব ভালোভাবেই প্রাপ্য ছিল। তারা দুর্দান্ত খেলেছে। তারা ব্যাটিং-বোলিং দুটিতেই খুব অসাধারণ করেছে। ভারতীয় বোলিং লাইন এই বার্তা দিয়েছে যে তারা পুরোপুরি আগ্রাসী মানসিকতা নিয়ে খেলবে এবং উইকেট নেবে। আর আমরা দ্রুত আউট করব। তারা সেটা করেও দেখিয়েছে। একজন পেসার হিসেবে এটা আমার কাছে খুব ভালো লেগেছে। বুমরা খুবই ভালো স্পেল করছে। সিরাজও খুব ভালো করেছে।’

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img